মাত্র ৬ দিনে ১০ লাখ করোনা শনাক্ত ভারতে

এক কোটি ৩০ লাখ থেকে এক কোটি ৪০ লাখের মাইলফলকে পৌঁছাতে সময় লেগেছে মাত্র ছয় দিন।
এর আগের ১০ লাখে লেগেছিল ১১ দিন।

তারও আগে যথাক্রমে ৩৫ ও ৬৫ দিন।
আর সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।
করোনা সংক্রমণের এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ভারতে করোনা মহামারির স্বরূপ।

শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

সংবাদ মাধ্যমটির তথ্য মতে, করোনা সংক্রমণের দিক থেকে ভারত এখন বিশ্বে দ্বিতীয়।
প্রায় প্রতিদিনই আগের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে শনাক্ত রোগীর সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে রেকর্ড ২ লাখ ১৬ হাজার।
যা আগের দিন ছিল ২ লাখ ৭৩৯ জন।

এদিন মৃত্যু হয়েছে আরো ১১শ ৮৪ জনের, যা গত ১৮ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। গতকাল মৃত্যু হয় ১ হাজার ৩৮ জনের। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৭৪ হাজার ৩০৭ জনের প্রাণ গেলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.