যুক্তরাষ্ট্রে জনসনের টিকা ব্যবহার বন্ধের সুপারিশ

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (এফডিএ) জনসন অ্যান্ড জনসনের করোনাভাইরাসের টিকা দেওয়া বন্ধ করতে আহ্বান জানিয়েছে ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) এই টিকা নেওয়ায় বিরল রক্তজমাট বাঁধার ঘটনার পর এমন সিদ্ধান্ত এসেছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

মার্কিন এফডিএ জানিয়েছে, ঝুঁকি এড়াতে তারা ব্যাপক সতর্কতা অবলম্বন করছে। যে কারণে এমন সুপারিশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে জনসনের টিকার ৬৪ লাখ ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ছয়টি রক্তজমাট বাঁধার ঘটনা শনাক্ত করা হয়েছে।

অস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পরও এমন ঘটনা ঘটেছিল। এতে বেশ কয়েকটি ইউরোপীয় দেশে এ টিকার ব্যবহার সীমিত করে দেওয়া হয়েছিল।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা নেওয়ার দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে ছয়টি বিরল রক্তজমাট বাঁধার ঘটনার খরব এসেছে।

এই ছয়জনই নারী, তাদের বয়স ১৮ থেকে ৪৮ বছরের মধ্যে। এক নারী ইতিমধ্যে মারা গেছেন। দ্বিতীয় একজন আশঙ্কাজনক অবস্থায় নেবরাসকায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসনের বায়োলজিকস ইভাল্যুয়েশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালক ডা. পিটার মার্কস বলেন, ঝুঁকি এড়াতে এবং ব্যাপক সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আমরা এই টিকার ব্যবহার বন্ধের সুপারিশ করেছি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.