যেমন হবে ঈদের সাজ

ঈদুল আজহায় সারাদিন মাংস গুছিয়ে রাখা, রান্না, অতিথি আপ্যায়ন আর ঘরের কাজ করতেই চলে যায়। তবুও বিশেষ দিনে বলে কথা নিজেকে সুন্দর করে সাজিয়ে নিন।

কীভাবে খুব সহজে অল্প সময়ে ঈদের দিনের সাজতে পারেন সেই পরামর্শ দিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের সিইও বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।

প্রথমে ফাউন্ডেশন মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে ভালো করে মিমিয়ে নিন। এর ওপরে কম্প্যাক্ট পাউডার দিন। পোশাকের সঙ্গে মিলিয়ে চোখে গাঢ় রঙের শ্যাডো লাগিয়ে নিন। চোখের নিচে কাজল দিন। আইলাইনার কিংবা কাজল ইচ্ছামতো লাগাতে পারেন। ঘন মাশকারার প্রলেপে শেষ করুন চোখের সাজ। হাইলাইটার বা শিমার পাউডারের সীমিত ব্যবহার হতেই পারে। ত্বকের সঙ্গে মানিয়ে বেছে নিন হাইলাইটার। পোশাকের সঙ্গে মিলিয়ে ঠোঁটে উজ্জ্বল রঙের লিপস্টিক লাগান।

শাড়ি পরলে মানানসই টিপ লাগিয়ে নিতে পারেন। চুল স্ট্রেইট করে নিচের দিকটা কার্ল করে রাখতে পারেন। পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না পরুন। গয়নার বিষয়ে একটি বিষয় লক্ষ্য রাখুন, যদি বড় কানের দুল পরেন, তবে গলায় লম্বা মালা টাইপ কিছু পরুন।

এবার পারফিউম মেখে তৈরি হয়েই বাড়ির মানুষের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করুন।

প্রকাশ : বাংলানিউজ২৪ডটকম

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.