রংপুরে ইলেক্ট্রিক-পাসপোর্ট কার্যক্রম শুরু

দীর্ঘদিন পর হলেও রংপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ই-পাসপোর্ট কার্যক্রম।
এখন ঘরে বসেই আবেদন করে সহজেই ই-পাসপোর্ট হাতে পাওয়া যাবে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে স্বাস্থ্যবিধি মেনে এই কার্যক্রমের উদ্বোধন করেন ই-পাসপোর্ট ও
স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক কর্নেল মো. জুলফিকার আলী।

পরে প্রধান অতিথির বক্তব্যে জুলফিকার আলী বলেন, ‘রংপুরের মানুষের ই-পাসপোর্টের দাবি পূরণ হয়েছে।
সরকারের আন্তরিক প্রচেষ্টায় দিন দিন সবার ঘরে ডিজিটাল সুবিধা পৌঁছে যাচ্ছে। এখন থেকে পাসপোর্টের জন্য আর কোন মানুষকে হয়রানি হতে হবে না।
ঘরে বসেই ই-পাসপোর্ট এর আবেদন করা যাবে। সহজেই পাসপোর্ট সংগ্রহ করা সম্ভব হবে।
আগের মতো এখন আর পাসপোর্ট নিয়ে বিড়ম্বনা বা হয়রানি হতে হবে না।’

রংপুর বিভাগীয় পাসপোর্ট অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-প্রকল্প পরিচালক পিএসসি ইঞ্জি. উইং কমান্ডার মো. রকিবুল হাসান।
এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম।

উল্লেখ্য, ই-পাসপোর্ট আবেদন অনলাইনে দাখিল করার সময়ে পাসপোর্ট ফি পরিশোধ করা যাবে।
পাসপোর্ট ফি স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা হবে। বাংলাদেশস্থ পাসপোর্ট অফিসের আবেদন দাখিলের ক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করা যাবে।

অনলাইন পেমেন্ট ছাড়াও ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংকে নির্ধারিত ফি জমা দেওয়া যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.