লকডাউনে রাজধানী ছাড়ার হিড়িক, পণ্যবাহী ট্রাকেও মানুষ

সর্বাত্মক লকডাউনে রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। ঘরমুখো মানুষ পণ্যবাহী ট্রাকেও ছুটছেন। পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটেও যাত্রী ও যানবাহনের চাপ।

স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে গণপরিবহন বন্ধ থাকায় যে যেভাবে পারছেন, ছুটছেন বাড়ির পথে। ঢাকা-আরিচা মহাসড়কের বিশাল অংশ জুড়ে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি।

যাত্রীদের দাবি, সর্বাত্মক লকডাউনে রাজধানীতে থাকার মতো সামর্থ্য নেই অনেকের। বাড়িতে যেতে না পারলে লকডাউনে ঢাকাতে না খেয়ে মরতে হবে। তাই অনেকটা বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রাকসহ বিভিন্ন ছোট-বড় যানবাহনে করে ঘাটে আসছেন তারা।

একই চিত্র মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার ঘাটেও। লঞ্চ ও স্পীডবোট বন্ধ থাকায় ফেরিতে গাদাগাদি করেই পদ্মা পাড়ি দিচ্ছেন অনেকে। নেই স্বাস্থ্যবিধি মানার বালাই।

এছাড়া মহাসড়কগুলোতেও রয়েছে যানবাহনের চাপ। ট্রাক, সিএনজি, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনে করে বাড়ি ফিরছেন অনেকে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় পর্যন্ত রয়েছে প্রচণ্ড যানজট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.