শুভেচ্ছা ও পরামর্শ প্রদান করে বাইডেনকে চিঠি লিখে গেছেন ট্রাম্প

জো বাইডেনের জন্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চিঠি লিখে রেখে গেছেন। তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না বলে ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছেন। তবে হোয়াইট হাউজের একজন মুখপাত্র জো বাইডেনকে লেখা এ চিঠির বিষয়ে নিশ্চিত করেছেন।

ডোনাল্ড ট্রাম্প ৩ নভেম্বরের নির্বাচনের ফলাফল কখনোই মেনে নেননি। এমনকি হোয়াইট হাউজ থেকে বিদায় নেওয়ার সময় তিনি যে বক্তব্য দিয়েছেন তাতেও তিনি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নাম উল্লেখ করেননি।

প্রেসিডেন্ট পদ ছাড়ার দিনের অন্যতম ঐতিহ্য হল বিদায়ী প্রেসিডেন্ট তার উত্তরসূরিদের শুভেচ্ছা ও পরামর্শ প্রদান করে একটি চিঠি লিখে যান। নতুন প্রেসিডেন্টের পড়ার জন্য।

সাধারণত চিঠিটি রেজোলিউট ডেস্কে রেখে যান বিদায়ী প্রেসিডেন্ট। নতুন প্রেসিডেন্ট যখন প্রথম ওভাল অফিসে প্রবেশ করেন তখন তিনি রেজোলিউট ডেস্ক থেকে এ চিঠি পড়েন।

সূত্র: বিবিসি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.