সোমালিয়ায় আল শাবাবের ৯ জঙ্গি নিহত

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলা কাসাদিয়ারে এক সেনা অভিযানে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল শাবাবের ৯ সদস্য নিহত হয়েছে।

তুরস্কের রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মিডলইস্ট মনিটর।

সোমালিয়ার সেনাবাহিনী এবং আফ্রিকান ইউনিয়ন শান্তিবাহিনীর (এএমআইএসওএম) যৌথ অভিযানে ওই জঙ্গি সদস্যরা নিহত হয়েছে বলে আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন কাসাদিয়ার জেলা কমিশনার আব্দিরিসাক আব্দি ইব্রাহিম।

আব্দিরিসাক ইব্রাহিম বলেন, অল্প কয়দিনের মধ্যে সোমালিয়ায় একটি বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আল শাবাব— গোয়েন্দাদের কাছ থেকে এমন তথ্য পাওয়ার পর রোববার কাসাদিয়ারের দুর্গম এলাকায় আল শাবাবের ঘাঁটিতে হামলা চালায় যৌথ বাহিনী। ‘হামলায় আল শাবাবের ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। অনেককে আটক করা হয়েছে, তাদের অস্ত্রগুলোও জব্দ করা হয়েছে।’

সোমালিয়ার একটি কৃষিভিত্তিক জেলা শহর কাসাদিয়ার। দেশটির রাজধানী মোগাদিসু থেকে ৩৪৬ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এই শহরটির অবস্থান।

সূত্র: মিডলইস্ট মনিটর

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.