১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা অ্যারোস্পেস জায়ান্ট রেথিওনের

এভিয়েশন নিউজ ডেস্ক :

বাণিজ্যিক যাত্রী পরিবহনে মন্দার ফলে ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে অ্যারোস্পেস জায়ান্ট রেথিওন টেকনোলজিস লিমিটেড। আগে যে কর্মী ছাঁটাইয়ের পূর্বাভাস দেয়া হয়েছিল, তার চেয়ে দ্বিগুণ কর্মী ছাঁটাই হচ্ছে। খবর সিএনএন বিজনেস।

সম্প্রতি নিজেদের আয়-ব্যয়ের হিসাব ত্র রেথিওনের সিইও বলেন, চলমান অনিশ্চয়তার মধ্যে বাণিজ্যিক আকাশসেবা কবে আরোগ্য লাভ করবে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। এজন্য আমাদের বাণিজ্যিক আকাশসেবা ও করপোরেট খাতে কর্মী ছাঁটাইয়ে যেতে হচ্ছে।

তিনি আরো বলেন, সব ধরনের বাণিজ্যিক যাত্রী পরিবহনে সাম্প্রতিক সপ্তাহগুলোয় কিছুটা গতি ফিরলেও ২০১৯ সালের মাত্রায় যেতে অন্তত ২০২৩ সাল লেগে যাবে।

আকাশ ভ্রমণ খাতে বিপর্যয়কর প্রভাব ফেলেছে কভিড-১৯ মহামারী। আমেরিকান, ইউনাইটেড ও ডেল্টা এয়ারলাইনসের মতো যুক্তরাষ্ট্রের প্রধান উড়োজাহাজ সংস্থাগুলো বলছে, আগামী ১ অক্টোবর থেকে হাজারো কর্মীকে ছাঁটাই বা সাময়িক ছাঁটাইয়ে যেতে হবে। উড়োজাহাজ নির্মাতা জায়ান্ট বোয়িংও ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.