বিমান অপহরণের হুমকিতে ভারতের সব বিমানবন্দরে হাই এলার্ট জারি

বিমান অপহরণের হুমকি ফোন ৷ এই ঘটনাটির জেরে ভারতের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর সহ সারাদেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার বিকেলে মুম্বই বিমানবন্দরে হুমকি ফোন আসে ৷ এরপরই বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের সতর্ক করা হয় ৷ জোরদার করা হয় নিরাপত্তা ৷ শুধুমাত্র মুম্বই বিমানবন্দরেই নয় ৷ নিরাপত্তা বাড়ানো হয়েছে দেশের সবক’টি বিমানবন্দরেই ৷ সেই তালিকায় রয়েছে কলকাতা বিমানবন্দরও ৷

বিমানবন্দর সূত্রে খবর, শনিবার বিকেলে এয়ার ইন্ডিয়ার মুম্বই কন্ট্রোল সেন্টারে একটি ভুয়ো ফোন আসে ৷ সেই সময় কর্তব্যরত অফিসার ফোনটি ধরেন ৷ এরপরই খবর দেওয়া হয় পুলিশে ৷ বিমানবন্দরের প্রবেশপথেও নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ পাশাপাশি কার পার্কিং লটেও নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ সিসিটিভি ক্যামেরার উপরও নজরদারি বাড়ানো হয়েছে ৷

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.