বিপাশার বিয়ের ঘোষণা

bipashaবলিউড অভিনেতা করণ সিং গ্রোভারকে আগামী ৩০ এপ্রিল বাঙালি রীতি অনুযায়ী বিয়ে করতে যাচ্ছেন অভিনেত্রী বিপাশা বসু। অনেকদিন ধরে তারা প্রেমের সাম্পানে ভাসছেন। এবার থিতু হওয়ার পালা।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর জানিয়েছেন বিপাশা। প্রেমিকের সঙ্গে তোলা ছবি শেয়ার করে ৩৭ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘অবশেষে সবার সঙ্গে সুখবর ভাগাভাগি করতে পেরে আমরা খুশি।’ এর পরদিন ২৫ সেকেন্ড ব্যাপ্তির একটি ভিডিও বার্তায় সবাইকে বিয়েতে আমন্ত্রণ জানান তিনি।

জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে অনামিকায় জ্বলজ্বলে একটি আংটি পরছেন বিপাশা। এই আংটির সুবাদেই বিয়ের গুজব ছড়িয়ে পড়ে। যদিও এটি অস্বীকার করেছিলেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী। এখন বোঝা যাচ্ছে, এ আংটি হাতে নিয়ে হাঁটু গেড়ে করণ বলেছিলেন, ‘উইল ইউ ম্যারি মি?’

আগামী ২৮ এপ্রিল কনের হাতে লাগানো হবে মেহেদি। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে মুম্বাইয়ের খারে বিপাশার বাড়িতে। এখানে শুধু পরিবারের স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা থাকবেন। এরপর রাতে মুম্বাইয়ের পালাজ্জিও ব্যাংকুয়েটে বলিউড তারকাদের সম্মানে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করবেন তারা।

এদিকে বিপাশার প্রাক্তন প্রেমিক দিনো মোরেয়ার প্রেমিকা নন্দিতা মাহতানি এ বিয়ের পরিকল্পনা সাজানোর দায়িত্ব পালন করেছেন। যাকে বলা হয় ওয়েডিং প্ল্যানার। বিপাশাকে শুভেচ্ছা জানিয়ে এ তথ্য দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন আর অভিনেত্রী শিল্পা শেঠিও শুভেচ্ছা বার্তা দিয়েছেন টুইটারে।

গত বছর ‘অ্যালোন’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে বিপাশা ও করণের সখ্য গড়ে ওঠে। অল্প দিনে এ সম্পর্ক রূপ নেয় প্রণয়ে। এর আগে বলিউড অভিনেতা জন অ্যাব্রাহাম এবং হারমান বেওয়েজার সঙ্গেও প্রেম করেছেন বিপাশা। এটি তার প্রথম হলেও করণের তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী শ্রদ্ধা নিগামের সঙ্গে তার বিয়ে টিকেছে ১০ মাস। এরপর টিভি অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের সঙ্গে গাটছঁড়া বাঁধেন তিনি। কিন্তু দুই বছর আগে তারা আলাদা হয়ে যান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.