ফিলাডেলফিয়ায় এনএবিসির সম্মেলনে ওবামার উপদেষ্টা ড. নীনা

Fobanaএভিয়েশন নিউজ: ২৭ বছর আগে প্রবাসীদের ঐক্যবদ্ধ রাখার প্রত্যয়ে প্রতিষ্ঠিত ‘ফোবানা’ (ফেডারেশন অব বাংলাদেশী অর্গানাইজেশন্স ইন নর্থ আমেরিকা)’র বাংলাদেশ সম্মেলন এখন ৩ খন্ডে বিভক্ত। আগের মত এবারও যুক্তরাষ্ট্রের লেবার ডে উইকেন্ড তথা ২৯ আগস্ট শুরু হয়েছে এসব সম্মেলন। এর একটি লসএঞ্জেলেস সিটি, আরেকটি নিউইয়র্কে শুরু হলেও তৃতীয় সম্মেলনের নাম কিছুটা পরিবর্তন করে ‘এনএবিসি’ (নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন) ব্যানারে শুরু হয়েছে। এর ফলে সহজ-সরল প্রবাসীরা ক্ষুব্ধ। কম্যুনিটির প্রবীন সদস্যরা জানান যে, লসএঞ্জেলেস সিটির বারব্যাঙ্ক হোটেলে যে সম্মেলন ২৯ আগস্ট শুরু হয়েছে, সেটি হলো মূলধারার ফোবানা। এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন কংগ্রেসের দুই প্রভাবশালী সদস্য ব্র্যাড শারমেন এবং জুডি চ্যু বক্তব্য রাখেন। অপরদিকে নিউইয়র্ক সিটিতে বাংলাদেশ সম্মেলনের উদ্বোধন করেছেন বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। এনএবিসি’র সম্মেলনের উদ্বোধন করেন প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান-আমেরিকান সম্পর্কিত উপদেষ্টা ড. নীনা আহমেদ। ৩টি সম্মেলনেই নতুন প্রজন্মের উজ্জ্বল উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে।

নিউইয়র্কের সম্মেলনের প্রধান অতিথি সাদেক হোসেন খোকা বলেছেন, ‘মুক্তিযুদ্ধের ৯ মাস বাদে বাংলাদেশ ও পাকিস্তানের গত ৪৭ বছরের মধ্যে বর্তমান সময়ের মত স্বৈরাচারি শাসন আর কখনো বাংলার মানুষ দেখেনি। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রবাসীদেরকেও জোরদার ভ‚মিকায় অবতীর্ণ হতে হবে।’ সাদেক হোসেন খোকা বলেন, ‘প্রিয় জন্মভূমির মানুষ যদি স্বস্তিতে বাস করতে না পারেন তাহলে প্রবাসীরাও অস্বস্তিবোধ করেন।’ তিনি উল্লেখ করেন, ‘স্কুল-কলেজের ছুটির সময় সন্তানসহ সকলের দেশে যাওয়া উচিত। তাহলেই সন্তানেরা শেকড়ের সাথে জড়িয়ে থাকবে।’ এ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন তুহীন মালিক, আব্দুল লতিফ সম্রাট, আতিকুর রহমান সালু, কাজী নয়ন এবং হযরত আলী।

অপরদিকে লসএঞ্জেলেসের সম্মেলনে আমেরিকায় জন্মগ্রহণকারী প্রজন্ম বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশ এবং প্রবাসের অভিজ্ঞতায় প্রিয় মাতৃভ‚মির সার্বিক কল্যাণে আত্মনিয়োগের সংকল্প ব্যক্ত করা হয়। লসএঞ্জেলেস সিটির সন্নিকটে বারব্যাঙ্ক ম্যারিয়ট হোটেলে শুক্রবার ২৯ আগস্ট রাতে শুরু হয়েছে ৩ দিনের এ বাংলাদেশ সম্মেলন। ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা)’র ব্যানারে এটি হচ্ছে ২৮তম বাংলাদেশ এবং এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মার্কিন কংগ্রেসওম্যান জুডি চু এবং কংগ্রেসম্যান ব্র্যাড শারমেন । ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ডেমক্র্যাটিক পাটির এই দুই কংগ্রেসম্যানই প্রবাসী বাঙালিদের দেশাত্মবোধের প্রশংসা করেন এবং আহবান জানান, মার্কিন রাজনীতির সাথে আরো জোরালোভাবে জড়িত হবার। যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদে ক্ষুদ্র ব্যবসা এবং বিচার বিভাগ সম্পর্কিত কমিটির মেম্বার জুডি চু বলেন, ‘নবাগত কম্যুনিটি হলেও বাংলাদেশী আমেরিকানদের এগিয়ে চলার গতি অনেক ভালো। বিশেষ করে, শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভ‚তরা অভ‚তপূর্ব সাফল্য প্রদর্শন করে চলেছে।’ প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র বিষয়ক সাব কমিটির মেম্বার কংগ্রেসম্যান ব্র্যাড শারমেন বলেন, ‘প্রবাসী বাঙালিদের সংগঠিত হয়ে মার্কিন রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে। তাহলেই তারা তাদের প্রিয় জš§ভ‚মি বাংলাদেশের সার্বিক কল্যাণে আমাদেরকে আরো বেশী উদ্বুদ্ধ করতে সক্ষম হবেন।’

অনুষ্ঠানে ফোবানার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশরাফ হোসেনসহ কম্যুনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। ফ্লোরিডা, নিউইয়র্ক, আরিজোনা, ওয়াশিংটন মেট্র এলাকা, জর্জিয়া, টেক্সাস, ম্যাসেচুসেট্স, টরন্টো, মন্ট্রিয়ল, কানেকটিকাট, নিউজার্সী প্রভৃতি অঙ্গরাজ্য থেকে সহস্রাধিক প্রবাসী এ সম্মেলনে অংশ নিচ্ছেন। সামনের বছর ফোবানার এ সম্মেলন অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সিটিতে। হোস্ট সংগঠন হচ্ছে ‘বাংলাদেশ লীগ অব আমেরিকা।’ এই সংগঠনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এন বেদারুল ইসলাম, জাকারিয়া চৌধুরী, এন আমিন এবং ফোবানার সাবেক চেয়ারম্যান ড. নূরন্নবী, আতিকুর রহমান, মাহবুব রেজা রহিম, রবিউল করিম বেলাল, মীর চৌরুরী, রেহান রেজা, হাসমত মোবিন প্রমুখ অংশ নিচ্ছেন এ সম্মেলনে। মজার ব্যাপার হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত সঙ্গীত পরিবেশনের কথা স্থানীয় শিশু-কিশোরদের। এজন্যে মাসাধিককাল রিহার্সেল করা হয়। কিন্তু সময়ের অভাবে সেই ছোট্টমণিরা সঙ্গীত পরিবেশন করার সুযোগ পায়নি। এ নিয়ে উপস্থিত সুধীজনের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে। ‘নতুন প্রজš§কে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত রাখার সংকল্প এভাবেই মাঠে মারা যাচ্ছে, আসলে ঐ সংকল্প হচ্ছে একটি প্রহসনের নামান্তর’-এমন মন্তব্যও করেছেন কেউ কেউ।

Lina-Obama

এনআরবি নিউজ পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়া থেকে জানায়, ‘আমেরিকান স্বপ্ন পূরনের পাশাপাশি প্রিয় মাতৃভ‚মির সার্বিক কল্যাণের স্বার্থে সকল প্রবাসীকে দলমতের উর্দ্ধে উঠতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারটি অত্যন্ত জটিল এবং কঠিন হলেও সেটি ঘটাতে হবে’-মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান-আমেরিকান বিষয়ক উপদেষ্টা ড. নীনা আহমেদ। পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়া সিটির উপকণ্ঠে ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারের বিশাল অডিটরিয়ামে এনএবিসি (নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশন)’র দুদিনব্যাপী ২৮ তম বাংলাদেশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ড. নীনা আরো বলেন, ‘আমেরিকায় জন্মগ্রহণকারী প্রজন্ম  বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশের স্বার্থেই প্রথম প্রজন্মকে অনেক উদার হতে হবে। ৩০ আগস্ট শনিবার অপরাহ্নে এক্সপো সেন্টারের গেইটে বেলুন উড়িয়ে বাংলাদেশ সম্মেলনের বর্ণাঢ্য এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এনএবিসির চেয়ারম্যার নাহিদ নজরুল, সদস্য-সচিব মোহাম্মদ জামান, নির্বাহী কমিটির সদস্য সাঈদ উর-রব, সম্মেলনের কনভেনর কাজী মতিউর রহমান এবং প্রধান সমন্বয়কারী ড. ইবরুল চৌধুরী।

এ সময় কানাডা এবং আমেরিকার বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিনিধিরা বাংলাদেশ, আমেরিকা এবং কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এ সম্মেলনের বিভিন্ন পর্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির পাশাপাশি প্রবাস প্রজন্ম বাংলা সংস্কৃতি বিকাশের সংকল্প ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে আরো বক্তব্য রাখেন সামপ্রতিক সময়ে সারাবিশ্বে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক-সমাজকর্মী বিল ক্লিন্টনের একমাত্র সন্তান চেলসী ক্লিন্টনের শাশুড়ি মারজোরি মেজভিস্কি। তিনি নারী ক্ষমতায়নের মাধ্যমে গোটা বিশ্বকে স্বয়ম্ভরতা প্রদানের কর্মকৌশল উপস্থাপন করেন। বাংলাদেশের মৎস্য সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, কম্যুনিটিকে এগিয়ে নিতে মিডিয়ার ভ‚মিকা এবং মূলধারায় সম্পৃক্ত হওয়ার প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিবসে বাংলাদেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন, কাদেরী কিবরিয়া, ফকির আলমগীর, জাহিদুল রিপন প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.