কম্পিউটার সোর্সে ‘বৈশাখী নজরানা’

CSL-festbg20160409190235বাংলা নতুন বছরের নবীন আলোয় শুভানুধ্যায়ীদের বরণ করে নিতে বাহারি সাজে সাজছে প্রযুক্তি প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। অভ্যাগত ক্রেতা-দর্শনার্থীর জন্য ঢাকার ৫টি আউটলেটে দিনভর আপ্যায়ন আর দ্বিগুণ উপহারের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

আগামী ১ বৈশাখ (১৪ এপ্রিল) ধানমন্ডি ২৭ নং সড়ক সংলগ্ন কম্পিউটার সোর্স ব্র্যান্ডশপ, বসুন্ধরা সিটি মার্কেট ও হোস্না সেন্টারে অবস্থিত গুলশান কম্পিউটার সোর্স বিপনন শাখা এবং ২ বৈশাখ (১৫ এপ্রিল) আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে কম্পিউটার সোর্সের দুইটি শাখায় এসে দেশজ সংস্কৃতির এ আয়োজনে সামিল হতে পারবেন বাঙালিপ্রেমীরা। এছাড়া যে কোন পণ্য ক্রয় করলে থাকছে নিশ্চিত উপহার।

এদিকে দেশজুড়ে ১৪২৩ সালকে বরণ করে নিতে প্রতিষ্ঠানের ফেসবুক https://www.facebook.com/CSLFanclub পেজে সপ্তাহব্যাপী ডি-লিংক বৈশাখী কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পেজটিতে গিয়ে তিনটি প্রশ্নের সঠিক জবাব দিয়ে ডি-লিংক থ্রিজি পকেট রাউটার জিততে পারবেন সেরা তিন ভাগ্যবান উত্তরদাতা।

এছাড়া ‘সাইবার হুমকীর যম’ ট্রেন্ড মাইক্রো সিকিউরিটি সফটওয়্যারের সঙ্গে একটি পোলো শার্ট, ডেল ল্যাপটপের সঙ্গে ৭০০ টাকার গিফট ভাউচার এবং এইচপি ল্যাপটপের সঙ্গে রয়েছে নিশ্চিত গিফট ভাউচার। দেশি ব্র্যান্ডের সিএসএম ডেস্কটপ পিসিতে থাকছে ছাতা এবং স্ক্র্যাচ কার্ডে ব্যাগপ্যাক, টি-শার্ট ও মগসহ নানা উপহার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.