যে যাই বলুক, আমার কিছু যায় আসে না: পর্নতারকা লানা

su-that-kho-tin-ve-nhung-dien-vien-phim-khieu-dam-cua-australia-13-150033পর্নতারকা লানা জেড পর্ন দুনিয়ায় বেশ জনপ্রিয়। সম্প্রতি তার দাবি, তিনি নাকি যৌনকর্মী নন, আর একজন পুরুষ তার ভালো লাগে না। শুধু তাই নয় তার নাকি পর্ন ছবিতে অভিনয় করা নেশা।
অকপটে এই স্বীকারোক্তি করেছেন ২৫ বছর বয়সী এই পর্ন তারকা। প্রতিদিন তিনটি করে অ্যাডাল্ট ছবির শুট করেন তিনি।
লানার কথায়, ‘যৌনকর্মীরা সাইড বিজনেস হিসেবে পর্ন ছবিতে অভিনয় করেন। কিন্তু আমার এটা নেশা। প্রতিদিন একাধিক পুরুষের কাছ থেকে যৌন-সুখ পেতে আমার ভাল লাগে’।
লানা আরও জানিয়েছেন, শুটিং করার এক সপ্তাহ আগে রক্ত পরীক্ষার রিপোর্ট জমা দিতে হয়। এ ছাড়া অন-ক্যামেরায় কী কী করতে স্বাচ্ছন্দ্য সেটা আগে থেকেই জানাতে হবে। শুটিংয়ের সময় কোনও কাজে কেউ যাতে অসম্মতি প্রকাশ না করেন সে জন্য এই ব্যবস্থা।
তবে এই ইন্ডাস্ট্রিতে কাজ করলে মেয়েদের অনেক সমস্যায় পড়তে হয়। তবে লানার কথায়, ‘আমি যেটা করছি সেটা আমার পছন্দের। তাই যে যাই বলুক, আমার কিছু যায় আসে না’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.