এভিয়েশন নিউজ: অক্টোবর থেকে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ভিসা দেওয়া হবে দিল্লি থেকে।
পূর্বপরিকল্পনা অনুযায়ী ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ভিসা সেকশন নয়াদিল্লিতে স্থানান্তর করায় এখন থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া না-দেওয়ার সিদ্ধান্ত হবে দিল্লি থেকে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ব্রিটিশ হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের মতোই বাংলাদেশি আবেদনকারীরা ঢাকা ও সিলেটের ভিসা আবেদন কেন্দ্রে তাদের আবেদনপত্র জমা দেবেন। ব্রিটিশ হাইকমিশন দিল্লি থেকে সিদ্ধান্ত নেবে।