মমতাজের ‘জলের আয়না’

bg-Momtaz20160411090623দীর্ঘদিন পর একক অ্যালবাম প্রকাশ করছেন লোকগানের সম্রাজ্ঞী মমতাজ। এই বৈশাখ উপলক্ষে বের হচ্ছে তার নতুন গানের অ্যালবাম ‘জলের আয়না’।

অ্যালবামটির সব গানের কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, সুর করেছেন অভি অাকাশ, সংগীতায়োজনে মুশফিক লিটু। এতে গান থাকছে ৬টি।

‘জলের আয়না’ বাজারে আনছে সিডি চয়েস। প্রতিষ্ঠানটির কর্ণধার জহিরুল ইসলাম সোহেল জানান, ভক্তদের জন্য এটি মমতাজের বৈশাখী উপহার।

শিল্পীজীবনে রেকর্ডসংখ্যক অ্যালবামে গান গেয়েছেন মমতাজ। জিঙ্গেলের পাশাপাশি মিশ্র অ্যালবামে গাইলেও দীর্ঘদিন পর তিনি ফিরছেন একক নিয়ে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.