প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে ব্রডব্যান্ড ইন্টারনেট

2016_04_11_18_24_06_RtUqwr3MsKUh42iPN49314UUIetXKp_originalবাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘পৃথিবীতে ইন্টারনেটের মতো দ্রুত বর্ধনশীল প্রযুক্তি খুব কম আছে। বাংলাদেশের আধুনিক সরকার ২০২১ সালের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে কেবলের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চায়।’

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) আয়োজিত বিডিনগ৫ এবং আইওএন বাংলাদেশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আইএসপি সেবাদাতাদের সাথে কাজ করবে বিটিআরসি এবং যে কোনো পরামর্শ ও গাইডলাইনের জন্য আমি স্টেক হোল্ডারদের স্বাগতম জানাই সবসময়। ইন্টারনেট সেবা সহজলভ্য করাই আমাদের লক্ষ্য।’

বিডিনগের বোর্ড অব ট্রাস্টির সভাপতি সুমন আহমেদ সাবির বলেন, ‘প্রতিবছর মোবাইল অপারেটরগুলো গ্রাহকদের থেকে ইন্টারনেট সেবা দিয়ে আয় করছে ৩ থেকে ৪ হাজার কোটি টাকা। সেখানে আইএসপি সেবাদাতারা ইন্টারনেট সেবা প্রদান করে বছরে পায় মাত্র ৩ থেকে ৪ কোটি টাকা। ইন্টারনেট সেবায় বিটিআরসির প্রত্যক্ষ সহযোগিতা উন্নত ইন্টারনেট সেবা প্রদানের সহায়ক হবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিডিনগসের বোর্ড অব ট্র্রাস্টির আহ্বায়ক এফ.এম রাশেদ আমিন, আইএসপিএবির সভাপতি এম.এ হাকিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিক্স এবং টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. খন্দকার সিদ্দিক-ই-রব্বানি প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.