সৌদি আরবে তৃতীয় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Hajiএভিয়েশন নিউজ: হজ করতে সৌদি আরব এসে আব্দুল সালাম (৭৭) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মারা গেলেন তিন হজযাত্রী। শনিবার রাত ৮টার দিকে মক্কার ইব্রাহীম খলিল রোডের হোটেল আল ফজরে আব্দুল সালাম মারা যান। মক্কা হজ মিশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আব্দুল সালাম শানজারী ট্রাভেলস অ্যান্ড ট্যুর’র মাধ্যমে হজ পালনের উদ্দেশ্যে গত ১ সেপ্টেম্বর সৌদি আরব আসেন। তার পাসপোর্ট নম্বর বিবি০৩০৭০২২। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার বাসিন্দা। এর আগে মাসুদা খাতুন (৮২) ও মোহাম্মদ শাহাজান সিকদার (৭১) নামে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

চলতি বছরে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮৩৫টি এজেন্সির মাধ্যমে ৯৮ হাজার ৬৮৩ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে। শনিবার পর্যন্ত ৭০টি ফ্লাইটের মাধ্যমে ২৬ হাজার ৪৩০ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ অক্টোবর পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.