হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক লাখ সৌদি রিয়ালসহ মো. আনিস নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও অধিদফতর।
সোমবার (১২ এপ্রিল) মধ্যরাতে বিমানবন্দরের ২নং ব্রিজ থেকে তাকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিঙ্গাপুর থেকে আসা মো. আনিস ময়মনসিংহের মো. নুরুল ইসলামের পুত্র। সৌদি রিয়াল ছাড়াও তার লাগেজ থেকে ৬০২ সিঙ্গাপুর ডলার ও ৫২ ইউএস ডলার উদ্ধার করা হয়।
ড. মইনুল খান জানান, মো. আনিস রাত সাড়ে এগারোটার ফ্লাইটে সিঙ্গাপুর থেকে আসেন। গত তিনমাসে তিনি বাংলাদেশে ১৫ বার এসেছেন। আইন অনুযায়ী ৫ হাজার ডলারের অধিক মুদ্রা বহন দণ্ডনীয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।