‘হালদা’ নামের একটি নতুন ছবির শুটিং শুরু করলেন জনপ্রিয় অভিনেতা ও পরিচালক তৌকির আহমেদ। মে মাসে ছবিটির শুটিং শুরু করার কথা থাকলেও এক মাস আগেই ছবিটির শুটিং শুরু করলেন তিনি। এ প্রসঙ্গে তৌকির জানিয়েছেন, হালদা নদী ও পাশ্ববর্তী মানুষের জীবন-যাত্রা নিয়েই নির্মিত হচ্ছে তাঁর নতুন ছবিটি। ছবির বেশকিছু দৃশ্যে মাছের প্রজনন সময় দেখানো হবে, সেসময়ের নদীর পার্শ্ববর্তী মানুষের জীবনচিত্রও দেখানো হবে। এ কারণেই নির্ধারিত সময়ের আগেই ছবির শুটিং করলেন তিনি। তবে এ ছবিতে কে বা কারা আভিনয় করছে এ সম্পর্কেও কিছু জানাননি তৌকির। তবে আসছে ঈদুল ফিতরের পরপরই পুরোদমে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।