ডিজে হিসেবেই বেশি পরিচিত সনিকা। গানও করেছেন, টিভি পর্দায় তাকে অভিনয়েও দেখা গেছে। সবমিলিয়ে অনেক গুণই আছে তার। ক্যারিয়ারের প্রথম থেকেই একটু খোলামেলাভাবে উপস্থাপন করে এসেছেন নিজেকে। এবার ডিজে সনিকা সম্পর্কে জানা গেলো নতুন একটি তথ্য। সম্প্রতি ইউটিউব ভিত্তিক একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে নিজের একটি গোপন তথ্য জানালেন সনিকা। একটি মেয়ের সঙ্গে ডেট করেছিলেন তিনি। দুই মাসের পরিচয়ে বেড়েছিল ঘনিষ্ঠতাও। তবে পরে এই বিষয়টি আর বেশি দূর গড়ায়নি। নিজের সম্পর্কে সবচেয়ে গোপন তথ্য যা নিজে ছাড়া আর কেউ জানেনা, উপস্থাপকের এমন প্রশ্নের পর এটি জানান সনিকা। গোপন তথ্যটি দিয়ে দেওয়ার পর অবশ্য এই তথ্যটি বাদ দিয়ে দিতে উপস্থাপকে অনুরোধ জানান সনিকা, পরে অবশ্য তা আর করা হয়নি।