বায়রার কার্যক্রম নিয়ন্ত্রণে সংসদীয় কমিটির সুপারিশ

Baira-Logoএভিয়েশন নিউজ: বায়রার কার্যক্রমকে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে রেখে মালয়েশিয়া, ইরাক এবং লিবিয়া ছাড়া বিশ্বের অন্যান্য দেশে কর্মী প্রেরণে তাদের কর্মতৎপরতা আরও বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া তারা শ্রমিক আমদানিকারক দেশগুলোতে কর্মী প্রেরণের চাহিদা সংগ্রহের ক্ষেত্রে বোয়েসেলের কার্যক্রম ও অর্জন খতিয়ে দেখতে বলেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।

সংসদীয় কমিটি লিবিয়া, ইরাকসহ যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে বাংলাদেশী শ্রমিকদের আর না পাঠানোর সুপারিশ করেছে। একই সঙ্গে ওইসব দেশে বর্তমানে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ গ্রহণেরও সুপারিশ করেছে। কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, মোঃ শাহাব উদ্দিন, ইসরাফিল আলম এবং মোঃ আয়েন উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে বিদেশে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা বিধানের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় কমিটির বেশ কয়েকজন সদস্য সাম্প্রতিক সময়ে ইরাকে বাংলাদেশী শ্রমিকদের হতাহতের বিষয়টি সামনে নিয়ে আসেন। তারা যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিয়ে আশংকা প্রকাশ করে ওই সব দেশে আর শ্রমিক না পাঠানো এবং সে সব দেশে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি তোলেন। আলোচনার পরিপ্রেক্ষিতে কমিটি এ বিষয়ে মন্ত্রণালয়কে জরুরিভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছে।

এ সময় জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে ৩০ জুন পর্যন্ত বোয়েসেলের মাধ্যমে মোট ৪৩ হাজার ৮০৩ পেশাজীবী, দক্ষ ও স্বল্পদক্ষ কর্মী বিভিন্ন দেশে চাকরিতে যোগদান করেছে। এছাড়া বৈঠকে গুলশান ভাটারায় ১৬৭ কাঠার ওপর প্রবাসীদের কল্যাণে গঠিত প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.