বিমানের টিকিটে ১০ শতাংশ ছাড়

Biman-Bangladeshএভিয়েশন নিউজ: তৃতীয় ‘এশিয়ানট্যুরিজম ফেয়ার (এটিএফ)-২০১৪’ উপলক্ষে ঢাকা থেকে কলকাতা, ব্যাংকক, সিংগাপুর, কাঠমান্ডু, ইয়াংগন, রোম ও ফ্রাংকফুর্ট রুটে বিজনেস ক্লাসের জন্য ১৫ শতাংশ ও ইকোনমি ক্লাসের জন্য ১০ শতাংশ হ্রাসকৃত মূল্যে টি‍কিট বিক্রি করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

অবশিষ্ট সকল সেক্টরের জন্য ছাড় দেওয়া হবে ৭ শতাংশ। এই টিকিট কেনার তারিখ থেকে ৯০ দিনের মধ্যে যাত্রা শুরুর জন্য বৈধ থাকবে।

গত ১১ সেপ্টেম্বর থেকে আজ ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ফেয়ার অনুষ্ঠিত হয়।

মেলায় বিমান স্টল থেকে আন্তর্জাতিক রুটের টিকিটও ৭ শতাংশ ছাড়ে প্রযোজ্য বাজার মূল্যে কেনা যায়। বিমান স্টল থেকে ভিসাকার্ড, মাস্টারকার্ড এবং ডিবিবিএল (ডেবিট ও ক্রেডিট) কার্ডসহ নগদ মূল্যে টিকিট কেনা যাবে।

দর্শনার্থীদের জন্য এন্ট্রি টিকিটের‌ র‍্যাফেল ড্র-এর মাধ্যমে বিজয়ীদের মধ্যে ঢাকা-কলকাতা-ঢাকা ও ঢাকা-ইয়াংগন-ঢাকা রুটে ৩ দিন সৌজন্য টিকিটের ব্যবস্থা থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.