কলকাতা নাইট রাইডার্সের হয়ে চতুর্থ বারের মত আইপিএল মাতাচ্ছেন সাকিব আল হাসান। ফলে কলকাতাকে নিজের ঘরের মতই মনে হয় সাকিবের। কলকাতার হয়ে শিরোপাও জিতেছেন দুই বার। দলটা তাই নিজের মতোই হয়ে গেছে। এবার এক অনুষ্ঠানে সঞ্চালিকাকে বাংলাও শিখিয়ে দিলেন সাকিব।
আইপিএলে কেকেআরের ক্রিকেটারদের হাড়ির খবর জানাতেই অনুষ্ঠিত হয় ‘কেকেআর নাইট ক্লাব’। যেখানে যোগ দেন ক্রিকেটার থেকে শুরু করে ম্যানেজমেন্ট পর্যন্ত সবাই।
ঐ অনুষ্ঠানে উপস্থাপিকা সানজানাকে তিনি বললেন, ‘আপনি তো আমাদের সাথে অনেকদিন রয়েছেন। চলুন আপনাকে একটা বাংলা বাক্য বললতে হবে। আমি বলার পর আপনি বলবেন।’
সানন্দে রাজি হলেন সঞ্চালিকা। সাকিব বললেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে কেন্দ্র করে বলা সেই ব্যাকটি, ‘দৌড়া, বাঘ আইলো!’। সময় নিলেন না ওই ভারতীয় নারীও, সাকিবের মতো করেই বলেছেন। সন্তুষ্ট দেখালো সাকিবকেও!