প্রত্যুষার গায়ে হাত তুলেছিলেন সালোনি

Pratyusha20160414105218ভারতের হিন্দি সিরিয়ালের অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির আত্মহত্যাকে ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। প্রত্যুষার আত্মহত্যার কারণ হিসেবে তার প্রেমিক রাহুলের পর যার নাম সবার আগে আসছে তিনি হলেন, রাহুলের সাবেক প্রেমিকা সালোনি শর্মা।

এতদিন প্রত্যুষার আত্মহত্যার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। তবে এবার মুখ খুলেছেন। সবার কাছে এতদিন তিনি খলনায়িকা হয়েছিলেন। এবার এমন কিছু তথ্য দিলেন যা থেকে মোড় ঘুরে গেল প্রত্যুষার আত্মহত্যার তদন্তের।

তদন্ত চলাকালীন জানা যায়, প্রত্যুষার ফ্ল্যাটে গিয়ে তার গায়ে হাত তুলেছিলেন সালোনি। এ প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ আমি প্রত্যুষাকে মেরেছিলাম। কিন্তু প্রথমে ওরা আমাকে মেরেছিল। আমি ওদের ফ্ল্যাটে রাহুলের কাছ থেকে আমার টাকা চাইতে গিয়েছিলাম। তখন ওরা আমাকে লাথি মেরে ফ্ল্যাট থেকে বের করে দিতে যায়। তখনই আমি নিজেকে বাঁচাতে মেরেছিলাম প্রত্যুষাকে। আমাকে শারীরিক নির্যাতন করার জন্য আমি ওদের নামে পুলিশের কাছে এফআইআরও করেছিলাম। পরের দিন রাহুল এসে আমার কাছে ক্ষমা চায়। তখন আমি কেস তুলে নেই।’

প্রত্যুষার সঙ্গে সম্পর্কের আগে সালোনি শর্মার সাথে সম্পর্ক ছিল রাহুলের। তারা খুব ভালো বন্ধুও ছিলেন। রাহুল আর সালোনি দুজনে মিলে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খুলেছিলেন। সেই কোম্পানিতে মোটা টাকা ইনভেস্ট করেছিলেন সালোনি। সম্পর্ক ভেঙে যাওয়ার পর রাহুলের থেকে সেই টাকা ফেরত চান তিনি। কিন্তু রাহুল টাকা ফেরত দিচ্ছিলেন না।

সালোনি বলেন, ‘আমি চাই না কারো মৃত্যুকে কেন্দ্র করে নিজে লাইমলাইটে আসতে। আমি এসব কথা বলতেও চাইনি। কিন্তু প্রত্যুষার আত্মহত্যার কারণ হিসেবে শুরু থেকে আমাকে দায়ী করা হচ্ছে। আমি আর প্রত্যুষা বন্ধু ছিলাম। আমি ওদের মাঝে আসিনি। ও আমাদের মাঝে এসেছিল। রাহুলের সঙ্গে প্রত্যুষার তো ১০ মাস হল সম্পর্ক হয়েছিল। আমার সঙ্গে ওর ৫ বছরের সম্পর্ক ছিল। রাহুলের জীবনে প্রত্যুষা এসেছে জানতে পেরেই আমি আমার হোয়াটস অ্যাপ থেকে প্রত্যুষার নাম মুছে দিয়েছিলাম। প্রত্যুষা জানতোই না যে রাহুল বিবাহিত। আমিও যদি আগে জানতাম, তাহলে কখনওই ওর সঙ্গে সম্পর্কে জড়াতাম না।’

ঘটনাচক্রে যে পুলিশির কাছে সালোনি, রাহুল-প্রত্যুষার নামে অভিযোগ জানিয়েছিলেন, তিনিই এখন প্রত্যুষার আত্মহত্যার কেসটি দেখছেন। অভিনেতা-মডেল সালোনি শর্মার সঙ্গে ৫ বছরের সম্পর্ক ছিল রাহুলের।

টিভি থেকে হঠাৎ তিনি আবিষ্কার করেন যে, রাহুল প্রত্যুষা বিয়ে করার পরিকল্পনা করছেন। তখনই তিনি তার বাবা মা-কে সঙ্গে নিয়ে প্রত্যুষার ফ্ল্যাটে যান। সেখানে গিয়ে দেখেন প্রত্যুষার বাবা মা-ও রয়েছেন। সালোনির বাবা-মা প্রত্যুষার বাবা-মা-কে তাদের মেয়ের সঙ্গে কী কী হয়েছে সব খুলে বলেন।

সালোনির এই প্রসঙ্গে জানিয়েছেন, তিনি রাহুলের সঙ্গে সম্পর্ক ঠিক করতে নয়, তাঁর টাকা ফেরত নিতে ফ্ল্যাটে গিয়েছিলেন। কারণ, লক্ষাধিক ওই টাকা সালোনির রোজগারের এবং তার বাবার রোজগারের। তার মতে, প্রত্যুষার আত্মহত্যাকে কেন্দ্র করে তাকে খলনায়িকা বানিয়ে দেয়া হয়েছে। আসলে তার সঙ্গেও যে ঠিক কী কী হয়েছে, তা কেউ জানে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.