‘আলোকিত জ্ঞানী’ অনুষ্ঠানের অনলাইন রেজিস্ট্রেশন চলছে

Alokito-Geni

এভিয়েশন নিউজ: রাহবার মাল্টিমিডিয়া লিমিডেট আয়োজিত চ্যানেল নাইনে প্রচারিত দেশের সবচেয়ে বড় ইসলামী জ্ঞানের একমাত্র মেগা রিয়েলিটি শো ‘আলোকিত জ্ঞানী’। আগামী রমজান মাসজুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জম জম সফট্ ড্রিংকস’-এর সৌজন্যে “আলোকিত জ্ঞানী ২০১৬” পাওয়ার্ড বাই ‘সেরা ওয়াটার ট্যাংক’। অনুষ্ঠানটিতে প্রথম পুরস্কার হিসেবে থাকছে তিন লক্ষ টাকা ও ওমরাহ, দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে দুই লক্ষ টাকা ও ওমরাহ এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে এক লক্ষ টাকা ও ওমরাহ।

অনুষ্ঠানটির পুরস্কারের সর্বমোট প্রাইজ মানি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও তিনটি ওমরাহ এবং সেরা ৩০ প্রতিযোগীর জন্য থাকবে আকর্ষনীয় সব গিফট হ্যাম্পার। এই অনুষ্ঠানে অংশ গ্রহণে আগ্রহীরা মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে ALO (স্পেস) NAME (স্পেস) District Name লিখে ৭১৭১ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন। এছাড়া https://goo.gl/6QSzl5 ঠিকানায় গুগল ফর্ম পূরণ করেও এখানে অংশগ্রহণ করা যাবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ১৮ এপ্রিল ২০১৬ পর্যন্ত। ১৮ বছর হয়েছে এমন যে কোনো পুরুষ এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

মেগা রিয়েলিটি শো আলোকিত জ্ঞানীর আয়োজক প্রতিষ্ঠান ‘রাহাবার মাল্টিমিডিয়া লিমিটেড’র চেয়ারম্যান হাফেজ মুফতি সাইফুল ইসলাম অনুষ্ঠানটি সম্পর্কে বলেন, এই অনুষ্ঠানটিকে আমরা এমন একটি রূপ দিতে চাই, সাধারণ মানুষ যেন এই অনুষ্ঠানটির মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে জানতে এবং বিশুদ্ধ জ্ঞান চর্চায় উদ্ভূদ্ধ হন। আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন। আমিন।’

উল্লেখ্য, এই আয়োজনের সাথে আরও রয়েছে সাপোর্টেড বাই ‘হামদর্দ’, এডুকেশনাল পার্টনার ‘ইউসিসি গ্রুপ’, কো-স্পন্সর শরিফ থ্রেড টেপ, রাজ্জাক ফুড, জেমি ইকো সিটি। অনুষ্ঠানটির ইলেকট্রনিক মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল নাইন, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক নয়াদিগন্ত, অনলাইন মিডিয়া পার্টনার প্রিয়.কম এবং রেডিও পার্টনার রেডিও ধ্বনি এফএম ৯১.২। প্রসঙ্গত, রাহবার মাল্টিমিডিয়া লিমিডেট আয়োজিত চ্যানেল নাইনে প্রচারিত দেশের সবচেয়ে বড় এবং ইসলামী জ্ঞানের একমাত্র মেগা রিয়েলিটি শো ‘আলোকিত জ্ঞানী’ অনুষ্ঠান ২০১৫ সাল থেকে শুরু হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে ফেসবুকের এই ঠিকানায়

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.