সানির জনপ্রিয়তা বাড়ছেই

sunny1460891433এক সময়ের পর্নো তারকা সানি লিওন এখন বলিউড অভিনেত্রী। সানির প্রতি সকলের রয়েছে বাড়তি আগ্রহ। আবেদনময়ী সানির জনপ্রিয়তা তুঙ্গে।

সিনেমা হল হোক বা সোশ্যাল মিডিয়া, যেখানেই সানি লিওন, সেখানেই হুমড়ি খেয়ে পড়ে ভক্তরা। রুপালি পর্দায় সানির উপস্থিতি মানেই দর্শকদের আগ্রহ, পাশাপাশি ভারতে অনলাইনে সবচেয়ে বেশি সার্চ করা হয় সানিকেই। ফেসবুক, টুইটারেও সানি জনপ্রিয়তায় রাণী।

আর এবার ইনস্টাগ্রামেও জনপ্রিয়তায় সানি পেছনে ফেলেছেন বলিউডের অনেক অভিনেত্রীকে। বর্তমানে ইনস্টাগ্রামে সানির ফলোয়ারের (অনুসারী) সংখ্যা ৪০ লাখ।

সানিকে ইনস্টাগ্রামে ফলো করেন ৪০ লাখ মানুষ। এ খবরটি টুইট করে জানিয়েছেন সানি নিজেই। সকল ফলোয়ারদের প্রতি ধন্যবাদও জানিয়েছেন তিনি।

বলিউডে খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে সানির আপকামিং সিনেমা ‘ওয়ান নাইট স্ট্যান্ড’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.