এভিয়েশন নিউজ: সোমবার রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরের ইমপোর্ট কার্গো থেকে চুরি করে পালানোর সময় ৪ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটকরা হলেন, সোহরাব (৩০), মহসিন (২৬), সাগর মন্ডল (২৬) এবং ইসমাইল (২৮)।
আটকরা এসি মেরামতের টেকনিশিয়ান এবং মর্ডান টেকনোলজি নামে এক ইলেকট্রিক মেরামত কোম্পানির কর্মচারী। আটককালে তাদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের ইলেক্ট্রিক সামগ্রী উদ্ধার করা হয়।
বিমানবন্দর ইমপোর্ট কার্গোর এপ্রোন এলাকার ডেডবডি রাখার ঘরের আউট ডর দিয়ে চুরি করে মালামাল বাহিরে নিয়ে যাচ্ছিল তারা। এ সময় কর্তব্যরত এয়ারপোর্ট এপিবিএন সদস্যরা দেখে ফেলেন। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা মালামালগুলি চুরি করার কথা স্বীকার করেন। আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।