কয়েকদিন পরেই অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে সাত পাকে বাধা পড়তে চলেছেন অভিনেত্রী বিপাশা বসু। স্বাভাবিকভাবেই বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত এই বঙ্গ ললনা।
বিয়ের আগে ব্যাচেলর পার্টির জন্য করণ যাচ্ছেন গোয়া। অন্যদিকে বিয়ের আগে অবিবাহিত জীবনকে কাছের বন্ধু ডিয়ান পান্ডে এবং দিপান্বিতা শর্মার সঙ্গে উপভোগ করছেন বিপাশা। বিয়ের আগে বন্ধুদের সঙ্গে ‘ব্রাইডাল শাওয়ার’র আনন্দঘন সেই মুহূর্তগুলোর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এ অভিনেত্রী।
প্রকাশিত স্থিরচিত্রে দেখা যায়, লাল বেলুনের স্তুপের মাঝে লাল রঙের টপ পরে এবং লাল রঙের লিপস্টিকে ঠোঁট রাঙিয়ে বসে আছেন বিপাশা বসু। স্বাভাবিকভাবেই তার চোখে মুখে আনন্দের আভা। অন্য আরো এক ছবিতে অবিবাহিত জীবন থেকে বিবাহিত জীবনে প্রবেশের আভাস দিয়েছেন তিনি।
অ্যালোন সিনেমার সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করণের। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর থেকেই চুটিয়ে প্রেম করছিলেন তারা। আগামী ৩০ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসছেন এ জুটি। করণ সিং গ্রোভার এর আগে দুটি বিয়ে করলেও বিপাশার এটি হবে প্রথম বিয়ে।