আগামী বছর বিমানে যুক্ত হচ্ছে মেঘদূত ও ময়ুরপঙ্খী

Meghdutএভিয়েশন নিউজ: এবার বিমানে যোগ হচ্ছে মেঘদূত ও ময়ুরপ্ঙ্খী নামের দুটো উড়োজাহাজ। যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে কেনা বিমানের এই দুটো উড়োজাহাজ ৭৩৭-৮০০ এর নাম করা হয়েছে মেঘদূত ও ময়ুরপঙ্খী।

আগামী বছরের নবেম্বরে যুক্ত হবে এ দুটো উড়োজাহাজ। ১৬২ আসনের এই উড়োজাহাজ দুটির নাম দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানের জনসংযোগ মহাব্যবস্থাপক খান মোশাররফ হোসেন বলেন, নিউইয়র্ক যাবার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দুটোর নামের ওপর প্রতিস্বাক্ষর করেন।

উল্লেখ্য, ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান কর্তৃপক্ষ। চুক্তির অংশ হিসেবে এরই মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানের বহরে যুক্ত হয়েছে।

সে চারটিরও নামকরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাল্কী, অরুণ আলো, আকাশ প্রদীপ ও রাঙ্গাপ্রভাত এখন বিমানের গর্ব। এ ছাড়াও ২০১৭ সালে বোয়িং ড্রিমলাইনার দুটি এবং ২০১৯ সালে আরও দুটি ড্রিমলাইনার যুক্ত হবে। তারপর বিমানের টার্গেট বিশ্বের সর্ববৃহৎ এয়ারবাস-৩৮০ সংগ্রহ করা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.