বাস-ট্যাক্সিতে ইন্টারনেট সেবা চালু করলো রবি

robi-bg20160419132447ওয়াই-ফাই হটস্পটের মাধ্যমে দেশজুড়ে ইটারনেট সেবা পৌঁছে দিতে বৃহৎ প্রকল্প হাত নিয়েছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। প্রকল্পটির আওতায় প্রাথমিক ১০০টি বাস ও ১০০টি ট্যাক্সিতে বিনামূল্যে এ সেবা চালু করা হয়েছে।

এছাড়া আগামী ছয় মাসে ৫০০টি শীর্ষস্থানীয় রেস্তোরাঁ, ক্যাফে ও রিটেইল আউটলেট, ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান, ১০টি পাবলিক প্লেস (বিমানবদর ও রেল স্টশন) এবং ৩৫০টি বাস, ট্যাক্সি ও ট্রেনে উচ্চগতির ওয়াই-ফাই সেবা প্রদান করবে অপারেটরটি।‍

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

অনুষ্ঠানে রবি’র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে এবং চিফ করপোরেট ও পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, যেসব গ্রাহকরা কমপক্ষে ১ জিবি’র মোবাইল ইটারনেট প্যাক কিনছেন তারা এ ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন।

বাস, ট্যাক্সি ও ট্রেনে ওয়াই-ফাই ব্যবহার উপযোগী মোবাইল ফোন থাকলে যেকেউ বিনামূল্যে ইটারনেট ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে ওয়াইফাই’র জন্য বিভিন্ন ডাটা বান্ডেল অফার প্রদান করবে রবি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.