হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণের সাতটি বার ও স্বর্ণলংকার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। স্বর্ণগুলো জুতার মধ্যে করে এনেছিলেন এক যাত্রী। সোমবার রাতে তাকে আটক ও স্বর্ণ উদ্ধার করা হয়। কাস্টমস হাউস সূত্র জানায়, রাতে সিঙ্গাপুরের একটি ফ্লাইটে ওই যাত্রী ঢাকায় আসেন।