নতুন চলচ্চিত্রে ইলিয়াস কাঞ্চন

elias-kanchon20160419183311নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ছবির নাম ‘বিজলি’। ইফতেখার চৌধুরী পরিচালিত এই ছবিটিতে ইলিয়াস কাঞ্চনের অভিনয়ের খবরটি চূড়ান্ত বলে জানিয়েছেন পরিচালক নিজেই।

তিনি বলেন, ‘কাঞ্চন ভাই ‘বিজলি’ ছবিতে কাজ করবেন এটি চূড়ান্ত। তার চরিত্রে অনেক চমক থাকবে। এখন এর বেশি কিছু জানাবো না।’

নির্মাতা ইফতেখার আরো বলেন, ‘আগামী শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ওয়েস্টিন হোটেলের বল রুমে ‘বিজলি’ ছবির মহরতের আয়োজন করেছি। সেখানে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’

এদিকে, ‘বিজলি’ ছবিতে ইলিয়াস কাঞ্চন ছাড়াও আরো অভিনয় করবেন ওপার বাংলার শতাব্দী রায়। এছাড়াও থাকবেন কলকাতার নায়ক রণবীর, চিত্রনায়িকা ববি হক, আহমেদ রুবেলসহ আরো অনেকে।

জানা গেছে, ছবিটির নির্মাণ কাজ শুরু হবে আগামী সোমবার (২৫ এপ্রিল) থেকে। বাংলাদেশ, ভারত ছাড়াও থাইল্যান্ডে নির্মিত হবে ছবিটির দৃশ্যাধরণের কাজ। ‘বিজলি’ ছবিটি প্রযোজনা করবেন চিত্রনায়িকা ববি নিজেই। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ববস্টার।

প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে নির্মিত যৌথ প্রযোজনার ছবি ‘হঠাৎ দেখা’ অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন। সেখানে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী দেবশ্রী রায়। ছবিটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.