সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধন কার্যক্রম শুরু করেছে টেলিটকসহ দেশের চার মোবাইল অপারেটর।
বুধবার সকাল থেকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের নীচ তলায় এ নিবন্ধন শুরু করে কোম্পানিগুলো কর্মীরা। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকাল থেকে মোবাইল টেলিফোন অপারেটরদের পৃথক বুথে লাইনে দাঁড়িয়ে আঙ্গুলের ছাপ দিয়ে সিম নিবন্ধন করছেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারীরা।
গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। উদ্বোধনের একদিন পর আজ সকাল থেকে নিবন্ধন কাজ শুরু করেছে সরকারি ও বেসরকারি চার অপারেটর কোম্পানি টেলিটক, গ্রামীণফোন, বাংলালিংক এবং এয়ারটেল।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল টেলিফোন নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে সচিবালয়ে এ সব কোম্পানির বুথ খোলা হয়।