অবশেষে ইউনাইটেডের ফ্লাইট চালু

united-airways-bdএভিয়েশন নিউজ: দুইদিন বন্ধ থাকার পর ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট আজ শনিবার চালু হয়েছে।

শনিবার সকাল সোয়া ৭টায় অভ্যন্তরীণ একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।

বিমানবন্দর আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দ‍ুল্লাহ আল মামুন বলেন, সোয়া ৭টায় সৈয়দপুরের উদ্দেশ্যে একটি ফ্লাইট বিমানবন্দর ছেড়েছে। ইউনাইটেডের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কাউন্টার বিমানবন্দরে খোলা রয়েছে বলে জানান আব্দুল্লাহ আলম।

গত সোমবার ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী ইউনাইটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগের পর এয়ারলাইন্সে চরম অব্যবস্থাপনার সৃষ্টি হয়।

এরপর মঙ্গল ও বুধবার ফ্লাইট শিডিউলে বিপর্যয় ঘটে। একপর্যায়ে বৃহস্পতিবার থেকে এয়ারলাইন্সের সব ধরনের উড়াল বন্ধ হয়ে যায়।

শুক্রবার রাত সাড়ে ১১টায় উত্তরায় এয়ারওয়েজের অফিসে জরুরি সংবাদ সম্মেলনে এয়ারলাইন্সটির শীর্ষ কর্মকর্তারা শনিবার সকাল থেকে ফ্ল‍াইট চালুর ঘোষণা দেন। ব্যবস্থাপনা পরিচালকের পদে তাসবিরুল আহমেদ চৌধুরী ফিরে আসায় আবারো উড়াল দিল ইউনাইটেডের ফ্লাইট।

দু’দিন বন্ধ থাকায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীরা বিপাকে পড়েন। ইউনাইটেডের কর্মকর্তারা জানান, শনিবার সকাল সোয়া ৭টায় ঢাকা থেকে সৈয়দপুর ছাড়াও সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম-কোলকাতা, বিকেল সাড়ে ৪টায় ঢাকা-যশোর, সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-সিলেট, রাত সোয়া ৮টায় ঢাকা-জেদ্দায় ফ্লাইট ছেড়ে গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.