অনিশ্চিত ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট!

new-york-flightএভিয়েশন নিউজ: নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বহুল প্রতীক্ষিত ঢাকা-নিউইয়র্ক-ঢাকা রুটের ফ্লাইট চালু করতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উড়োজাহাজ ভাড়ার পদ্ধতিগত ত্রুটি সংশোধনে ব্যর্থতার কারণে এমনটি হয়েছে। অপরদিকে, বিমান বহরে লিজে নিয়ে আসা চারটি উড়োজাহাজের জন্য মাসে ভাড়া গুনতে হচ্ছে সাড়ে ১২ কোটি টাকা।

একটানা ১৮ বছর বন্ধ থাকার পর ভাড়া করা বিমান দিয়ে নিউইয়র্ক রুটে বিমানের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিলেন চলতি বছরের জানুয়ারিতে বিমানের তৎকালীন এমডি কেভিন স্টিল। আর এ ঘোষণা অনুযায়ী জুন মাসেই নিউইয়র্কের পথে বিমানের উড়াল দেয়ার কথা ছিল। বিমান বলছে, উড়োজাহাজ ভাড়ায় নিয়ে আসার পদ্ধতি ‘সংশোধন’ না করায় %

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.