প্রিয়াংকা চোপড়ার ‘ইন মাই সিটি’, ‘এক্সটিক’, জ্যাকুলিন ফার্নান্দেজের ‘জিএফ বিএফ’, সোনাক্ষী সিনহার ‘মুড ইশকহোলিক’-এর পর এবার গানের জগতে নাম লেখালেন অ্যামি জ্যাকসন। একটি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন বলিউডের এই অভিনেত্রী।
শুধু অভিনয় নয়, গানও গাইবেন অ্যামি। এর সুর করেছেন ‘সিং ইজ ব্লিং’-এর সুরকার রাফতার ও ৠাপার মাঞ্জ মুসিক। ভিডিওতে অ্যামির সঙ্গে তাদেরও নাচতে দেখা যাবে।
এবারই প্রথম গানে কণ্ঠ দিচ্ছেন অ্যামি। এ নিয়ে চিন্তিত নন তিনি। কেননা এর আগে স্কুলে দর্শকদের সামনে গান গেয়েছেন, এমনটাই জানিয়েছেন সুরকার রাফতার।
গান গাওয়া প্রসঙ্গে ২৪ বছর বয়সী এই অভিনেত্রীর ভাষ্য, ‘১৭ বছর বয়সে আমি ও আমার বোন স্কুল থেকে ফেরার পথে গাড়িতে বসে গান গাইতাম।’
এবারই প্রথম কোনো মিউজিক ভিডিওর জন্য মডেল হয়েছেন অ্যামি। ইতোমধ্যে এর দৃশ্যধারণ শুরু হয়ে গেছে। টানা দু’দিন এর কাজ চলবে। ব্রিটিশ এই মডেল এখন ব্যস্ত ‘রোবট’ ছবির সিক্যুয়েলের দৃশ্যধারণ নিয়ে। এতে তার সহশিল্পী দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত।