গ্রামীণফোন লিমিটেড ২০১৬ সালের প্রথম প্রান্তিকে ২ হাজার ৭৬০ কোটি টাকা রাজস্ব আয় করেছে। যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৯.৫% বেশি। আজ জিপি হাউসে সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রামীণফোন এই তথ্য তুলে ধরে।
গ্রামীণফোন জানায়, প্রতিষ্ঠানটির আগের বছরের তুলনায় নতুন গ্রাহক ও সেবা থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ১১.৮%। যার মধ্যে ডাটা ও মূল্য সংযোজিত সেবার ভূমিকা বর্ধনশীল। ডাটা থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ৭.১% আর মূল্য সংযোজিত সেবা থেকে আয় বেড়েছে ২০.৫% । ভয়েস কল থেকে অর্জিত রাজস্বও গত বছরের তুলনায় ৪.৮%।
প্রথম প্রান্তিক শেষে গ্রামীণফোনে গ্রাহক সংখ্যা দাড়িয়েছে ৫ কোটি ৬৩ লক্ষতে যা ডিসেম্বর ২০১৫ এর তুলনায় ০.৭% কম। তবে গত বছরের তুলনায় গ্রাহক প্রবৃদ্ধি হয়েছে ৮.২% এবং মার্চের শেষে সিম মার্কেট শেয়ার হয়েছে ৪৩.০%। এই প্রান্তিকে ৪১ লক্ষ নতুন ইন্টারনেট ব্যবহারকারী যোগ হওয়ায় মোট ইন্টারনেট গ্রাহকের সংখ্যা দাড়িয়েছে ১ কোটি ৯৯ লক্ষ।
গ্রামীণফোনের সিইও রাজিব শেঠি বলেন, ‘দুই ডিজিটের গ্রাহক ও সেবা থেকে অর্জিত রাজস্ব প্রবৃদ্ধি নিয়ে আমরা একটি ভালো প্রান্তিক পার করেছি। আমাদের ভয়েজ থেকে অর্জিত রাজস্বও বেড়েছে, যা খুবই উৎসাহব্যঞ্জক এবং এতে বোঝা যায় যে আমাদের প্রতিযোগিতামূলক ও সরল অফারগুলো বাজারে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।’
আয়কর প্রদানের পর ২০১৫ এর ১ম প্রান্তিকে ২১.৩% মার্জিন সহ ৫৪০ কোটি টাকা মুনাফার তুলনায় ২০১৬ এর ১ম প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ২০.৪% মার্জিন সহ ৫৬০ কোটি টাকা। দক্ষ পরিচলন ব্যয় ব্যবস্থাপনার কারণে এই প্রান্তিকে EBITDA (অন্যান্য আইটেমের আগে) হয়েছে ১৫৩০ কোটি টাকা এবং মার্জিন দাড়িয়েছে ৫৫.৩%। এই প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ৪.১৫ টাকা।
গ্রামীণফোন গত ১৯ এপ্রিল ২০১৬ তে তার ১৯তম বার্ষিক সাধারণ সভার আয়োজন করে। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি শেয়ারহোর্ডারগণ ২০১৫ সালের জন্য ১৪০ শতাংশ মোট নগদ লভ্যাংশ (৮০% অন্তবর্তী নগদ লভ্যাংশ সহ) অনুমোদন করেন।