রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে কলাগাছের ভেলায় ভেসে এসেছে অজ্ঞাত এক নারীর মরদেহ।
শুক্রবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান,
গোদাগাড়ী পৌরসভার কুঠিপাড়া এলাকায় পদ্মার তীরে মরদেহের ভেলাটি আটকে ছিল।
সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
তিনি জানান, ধারণা করা হচ্ছে মারা যাওয়ার পর পরিবারের সদস্যরা মরদেহটি নদীতে ভাসিয়ে দিয়েছেন।
তার পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় না পেলে ময়নাতদন্তের পর আঞ্জুমানে মফিদুলের মাধ্যমে মরদেহ দাফন করা হবে বলেও জানান ওসি খাইরুল ইসলাম।