‘বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ হয়ে সমালোচনা করছে’

করোনাভাইরাস সংকটে বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে সরকারের সমালোচনাকে রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ জুন) সকালে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
এসময় সরকার নানান সীমাবদ্ধতা স্বত্বেও সামর্থ্য অনুযায়ী এই মহামারি মোকাবিলা করে যাচ্ছে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস রোধ এবং চিকিৎসায় যেসকল সুরক্ষা সামগ্রী ব্যবহার হচ্ছে সেগুলোর যথাযথ বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা জরুরি হয়ে পড়েছে।
যত্রতত্র মাস্ক, গ্লাভস, স্যানিটাইজারের কৌটা ফেলে রাখায় একদিকে দূষণের প্রবণতা বাড়ছে অপরদিকে স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.