পুকুরের পানিতে ডুবে সেনবাগে ২ শিশুর মৃত্যু

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ও অর্জুনতলা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে খাদিজা আক্তার (২) ও জান্নাতুল ফেরদাউন প্রকাশ রুপা (৪ ) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

মৃত খাদিজার বাড়ি উপজেলার কাদরা ইউনিয়নের কাদরা গ্রামে। সে ওই গ্রামের শহিদ উল্ল্যার মেয়ে। জান্নাতুল ফেরদাউস রুপার বাড়ি উপজেলার অজুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে। সে ওই গ্রামের মোঃ আইয়ুবের মেয়ে।

আজ শুক্রবার দুপুরে ওই দুই শিশু খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। বাড়ির লোকজন শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে তাদের নিজ নিজ বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে তাদেরকে সেনবাগ উপজেলা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই শিশুর মৃত্যুতে ওই এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ(ওসি) মোঃ আবদুল বাতের মৃধা জানান, এ ধরণের কোন ঘটনা কেউ থানায় অবহিত করেনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.