বিপ্লব বড়ুয়া নয়, তার গাড়িচালক করোনাভাইরাসে আক্রান্ত

আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া প্রাণঘাতী করোনায় আক্রান্ত নন।
তবে তার গাড়িচালক করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় তিনি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমি নই আমার গাড়িচালক করোনায় আক্রান্ত। আমি সুস্থ আছি।’

এর আগে, শুক্রবার বিকাল থেকে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে বিপ্লব বড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর প্রকাশ করে।
গণমাধ্যমগুলোর প্রতিবেদনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের উদ্ধৃতি দিয়ে বিষয়টি উল্লেখ করা হয়।

তথ্যমন্ত্রীর বরাতে প্রতিবেদনগুলোতে বলা হয়, ‘কয়েক দিন আগে আমাদের দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া করোনা পরীক্ষা করিয়েছিলেন।
তার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার শারীরিক কোনো সমস্যা নেই। তিনি সুস্থ আছেন।
তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের সরকারি বাসায় আছেন এবং চিকিৎসা নিচ্ছেন।’
জাগোনিউজ২৪.কম

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.