সবচেয়ে সুন্দরী নারী জেনিফার অ্যানিস্টন

jennifer-aniston1461230032বর্তমানে বিশ্বজুড়ে উঠতি সুন্দরী তারকাদের অভাব নেই। কিন্তু সবাইকে পেছনে ফেলে ‘মোস্ট বিউটিফুল উইম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ খেতাব জিতেছেন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন।

৪৭ বছর বয়সি এ তারকাকে ২০১৬ সালের ‘মোস্ট বিউটিফুল উইম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ খেতাব দিয়েছে পিপস ম্যাগাজিন। তবে এ খেতাব পাওয়ার খবর শুনে খুবই বিনয় প্রকাশ করেছেন এ অভিনেত্রী। তিনি মনে করছেন তাকে একটু বেশিই প্রশংসা করা হয়েছে।

পিপস ম্যাগাজিনে নিজের প্রতিক্রিয়া জানিয়ে জেনিফার অ্যানিস্টন বলেন, “আমি চিন্তা করছিলাম, ‘হায় ঈশ্বর’। এটি ছিল খুবই আনন্দের এবং কিশোরীসুলভ মুহূর্ত।”

এ অভিনেত্রী জানান, গত কয়েক বছর তিনি তার বাহ্যিক সৌন্দর্যের বিষয়ে খেয়াল রাখছেন। বিশেষ করে তার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হয়েছেন তিনি। তার মতে, শারীরিক কসরত করেই আজ তিনি এতটা সুন্দর হতে পেরেছেন।

সিনেমায় শুরুর দিকে একজন এজেন্ট অ্যানিস্টনকে বলেছিলেন তিনি অনেক মোট। এরপর থেকেই নিজের শরীরের প্রতি যত্নবান হন এ অভিনেত্রী। নিজের ডায়েটের বিষয়ে এ অভিনেত্রী জানান, তার ডায়েটের মেন্যুটি খুবই ভয়াবহ। তিনি শুধু মিল্ক শেক এবং ফ্রেঞ্চ ফ্রাই খান।

নিজে ‍সুন্দরী খেতাব পেলেও নিজের ‘বিউটি আইকন’ হিসেবে গ্লোরিয়া স্টেইনেম, লরেন হাটন এবং ব্রিজিটি বার্ডটকে মনে করেন জেনিফার অ্যানিস্টন।

গত বছর ‘মোস্ট বিউটিফুল উইম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ খেতাব জিতেছিলেন অভিনেত্রী সান্দ্রা বুলক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.