যৌন হয়রানির অভিযোগ করা দুই নারীর বিরুদ্ধে ২০ মিলিয়ন মার্কিন ডলারের মানহানি মামলা দায়ের করেছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। পিপল ডটকম এই তথ্য জানিয়েছে।
এর আগে এই পপ তারকার বিরুদ্ধে মাইক্রোব্লগিং সাইট টুইটারে ড্যানিয়েল ও কাদি নামের দুই অ্যাকাউন্ট থেকে
যৌন হয়রানির অভিযোগ করা হয়।
তাদের দাবি তারা যথাক্রমে ২০১৪ ও ২০১৫ সালে বিবারের যৌন হয়রানির শিকার হয়েছেন।
মানহানি মামলায় বিবার দুজনের কাছে ১০ মিলিয়ন মার্কিন ডলার করে ক্ষতিপূরণ দাবি করেছেন।
এই গায়কের আইনজীবী মামলায় উল্লেখ করেছেন, বিবারের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা বাস্তবে অসম্ভব।
তথ্য উপাত্তের বিবেচনায় এটাই প্রমাণ হয়। ড্যানিয়েল যে অভিযোগ তুলেছেন তা সাজানো।
কারণ বিবার ওই রেস্তোরাঁয় গেলেও সেখানে অবস্থান করেননি। পাশাপাশি কার্দির অভিযোগও ভুয়া।