ময়মনসিংহে প্রথম সন্তান জন্মের ৩৯ দিন পর জমজ শিশুর জন্ম

ময়মনসিংহে ৩৯ দিনের ব্যবধানে জমজ শিশু জন্ম দিয়েছেন রীতা নামে এক প্রসূতি মা।
প্রথম কন্যা সন্তান জন্মের ৩৯ দিন পর ২২ জুন নগরীর শিলা অঙ্গন হাসপাতালে জমজ পুত্র শিশুর জন্ম দেন সেই প্রসূতি।

ময়মনসিংহের ডাক্তার শিলা সেন জানান, এমন এক জমজ শিশু জন্মের কথা।
ওদের দুজনের জন্মের সময়ের ব্যবধান ৩৯ দিন। জমজ শিশুদের জন্মের ব্যবধান সাধারণত স্বাভাবিক ডেলিভারিতে ২০ থেকে ৩০ মিনিট।

বর্তমানে তার দুই সন্তানই সুস্থ রয়েছে বলে জানান ডা. শিলা সেন।
তিনি বলেন, বাংলাদেশে এর আগে এমন ঘটনা ঘটেছে বলে তার জানা নেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.