৩১ থেকে ৩৪তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার চিকিৎসকরা সহকারি ডেন্টাল সার্জন পদে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ দেয়ার দাবি জানিয়েছেন।
করোনা সংকটকালে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হলেও ডেন্টাল সার্জনদের বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন ডেন্টাল সার্জনরা।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। নিয়োগ পেতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ভুক্তভোগী ডেন্টাল সার্জনরা বলেন, ‘আমরা সর্বোচ্চ মেধার পরিচয় দিয়েও নিয়োগ পাচ্ছি না। বিসিএসের অন্যান্য ক্যাডারের নন-ক্যাডারে উত্তীর্ণদের সরকারি চাকরি দেয়া হলেও এ পর্যন্ত ডেন্টাল সার্জনদের কোনো নিয়োগ দেয়া হয়নি।
করোনা পরিস্থিতির এ সংকটময় মুহূর্তে আমরাও দেশ ও জাতির সেবা করতে চাই। আমরা কষ্টে ও হতাশায় দিনাতিপাত করছি। সরকার যেন আমাদের নিয়োগের ব্যবস্থা করে সেই সুযোগ দেন।