জুস খেতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত ৯

রাজস্থানের কোটায় ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা শহরে।
বাজারের একটি জুস সেন্টারের জুস পান করে নাকি করোনা আক্রান্ত হয়েছেন একাধিক মানুষ৷
আনলক পরিস্থিতিতে ছাড় মিলতেই খাওয়ার দোকান খুলতে শুরু করেছে।
বাজারের এই জুস সেন্টারও খুলে যায়৷ স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ জুস পান করতে চলে আসেন। এর মধ্যেই সেন্টারের এক কর্মী অসুস্থ হয়ে পড়েন।
এরপর করোনা টেস্ট হলে জানা যায় কর্মী করোনা পজিটিভ।

খবর ছড়িয়ে পড়তেই দোকান বন্ধ করে দেওয়া হয়।
সেই জুস সেন্টার থেকে যারা জুস পান করেছেন তাদের সকলকেই করোনা পরীক্ষার করার জন্য আসতে বলা হয়।
করোনা পরীক্ষাকেন্দ্রে একাধিক মানুষ এই পরীক্ষা করান। এতে দেখা যায় দু’জন নারীসহ ৯ জন করোনা পজিটিভ হয়েছেন।

আজ শনিবারের রিপোর্ট অনুযায়ী, কোটায় ২৯টি নতুন করোনা শনাক্তের ঘটনা সামনে এসেছে। এর মধ্যে ৯ জন জুস সেন্টারে গিয়েছিলেন।
কোটায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৪-এ ৷

অন্যদিকে কোটার আরেকটি ঘটনায় পুত্রবধূ করোনা পজিটিভ হওয়ায় তাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয় ৷
অবশেষে ওই মহিলা থানায় গিয়ে শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ৷

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.