করোনাভাইরাস সংক্রমণের পেছনে কি রক্তের ধরনই দায়ী?

করোনা যতটা বিচিত্র তার চেয়ে বেশি বিচিত্র মানুষের শরীরে উপসর্গ সৃষ্টিতে।
একেকজন মানুষের দেহে তুলে ধরে একেক রকম। উপসর্গের এই বৈচিত্র্যে বিজ্ঞানীরা রীতিমতো বিস্মিত।

করোনায় আক্রান্তদের কেউ কেউ অত্যন্ত দ্রুত গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন, কারো দেহে দেখা যাচ্ছে খুবই মৃদু উপসর্গ।
আবার অনেকের ক্ষেত্রে করোনাভাইরাস পজিটিভ বলে নিশ্চিত হওয়ার পরও কোনো উপসর্গই দেখা যাচ্ছে না।

তাই প্রশ্নটি বারবারই ঘুরেফিরে আসছে- করোনাভাইরাসে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি কার ক্ষেত্রে কতটা?
এটি কি আগে থেকে অনুমান করা এবং সে অনুযায়ী হুঁশিয়ার হওয়া সম্ভব? এ নিয়ে চলছে বহু গবেষণা,
প্রতিনিয়তই বিজ্ঞানীরা বিভিন্ন দিকের ওপর আলোকপাত করছেন।

সম্প্রতি কিছু গবেষণায় বলা হচ্ছে, মানুষের রক্তের টাইপ বা গ্রুপের সাথে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির সম্পর্ক আছে।

বিজ্ঞানীরা প্রথম দিকে রক্তের ধরনের সঙ্গে করোনা সংক্রমণের সম্পর্ক রয়েছে বলে মনে করতেন না। তবে এখন গবেষকরা দেখছেন, এ দুটির মধ্যে সম্পর্ক আছে এবং এ, বি বা এবি টাইপ রক্তবিশিষ্ট মানুষের করোনা সংক্রমিত বা গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি। এমনকি কভিড-১৯-এ কার মৃত্যুর ঝুঁকি কতটা- তার আভাস পেতেও সহায়ক হতে পারে রক্তের টাইপ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.