একদিকে করোনার কারনে শুটিং বন্ধ, অন্যদিকে আগুন লেগে ব্যবসাটাও বন্ধ হয়ে গিয়েছে!
কিন্তু করোনার এই পরিস্থিতিতে কীভাবে চলছেন? প্রায়ই এমন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন চিত্রনায়িকা বিপাশা কবির।
বিষয়টি নিয়ে রীতিমতো বিব্রত এই অভিনেত্রী।
বিপাশা কবির বলেন, অনেকেই প্রশ্ন করেন শুটিং বন্ধ কীভাবে চলছেন?
এমন প্রশ্ন শুনে লজ্জা পাই।
আমিতো আমার বাবার হোটেলে খাচ্ছি। আমার চলার সমস্যা হবে কেন?
এছাড়া আমার নিজের একটি ফ্ল্যাট আছে। শুটিং নেই কিন্তু মাস শেষে ফ্ল্যাটের ভাড়া পাই।
এ নিয়ে বেশ ভালোই আছি। তবে হ্যাঁ, আমাদের চলচ্চিত্রের কিছু শিল্পী ও কলাকুশলী সমস্যায় পড়েছেন। তাদেরকে শিল্পী সমিতি সহযোগিতা করছে।