করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন আরও এক প্রবীণ সাংবাদিক

করোনাভাইরাস সংক্রমিত আক্রান্ত হয়ে বগুড়ায় সাইদুজ্জামান সরকার তারা (৭০) নামে আরও এক প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রবীণ সাংবাদিক সাইদুজ্জামান সরকার বগুড়া থেকে ১৯৭২ সালে প্রথম প্রকাশিত ‘দৈনিক বাংলাদেশ’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে তিনি বগুড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক হাতিয়ার পত্রিকার নির্বাহী সম্পাদক এবং বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের প্রবীণ সদস্য ছিলেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সম্মুখযোদ্ধা সাইদুজ্জামান সেক্টর কমান্ডারস ফোরাম রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার ডেমাজানি ইউনিয়নের মালোপাড়া গ্রামে।

কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আজ শনিবার সকালে গার্ড অব অনার ও জানাজা শেষে সাইদুজ্জামান সরকারের মৃতদেহ দাফনের ব্যবস্থা করা হয়।

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুই সাংবাদিকের মুত্যু হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.