পুঁজিবাজারে শীর্ষ পাঁচে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড

শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভি বিবেচনায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে
শীর্ষ পাঁচে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এমনকি তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো (বিএটিবিসি), বার্জার পেইন্টস, গ্ল্যাক্সোস্মিথক্লাইন,
রেকিট বেনকিজার ও গ্রামীণফোনের চেয়েও ওয়ালটনের শেয়ার প্রতি এনএভি বেশি।

এছাড়া শেয়ার প্রতি মুনাফা বা ইপিএস বিবেচনায় তালিকাভুক্ত দেশীয় কোম্পানিগুলোর মধ্যে ওয়ালটন দ্বিতীয় অবস্থানে।

শুধু তাই নয়; দেশের শেয়ারবাজারের ইতিহাসে সর্বোচ্চ ইপিএস (শেয়ার প্রতি মুনাফা) নিয়ে তালিকাভুক্ত হতে যাচ্ছে ওয়ালটন হাই-টেক।
তালিকাভুক্ত কোম্পানিগুলোর ইপিএস বিবেচনায় শীর্ষ আটে রয়েছে ওয়ালটন।
এক্ষেত্রেও বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস ও গ্রামীণফোনের চেয়েও ওয়ালটনের ইপিএস বেশি।

তালিকাভুক্ত কোম্পানিগুলোর গত অর্থবছরের প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, লিব্রা ইনফিউশনের এনএভি’র শীর্ষে রয়েছে।
কোম্পানিটির শেয়ারপ্রতি এনএভি এক হাজার ৫৯৩ টাকা। দ্বিতীয় স্থানে বাটা সু’র এনএভি ৩৪৭ দশমিক ১১ টাকা, তৃতীয় লিনডে বিডি’র
এনএভি ৩৩৫ দশমিক ৭০ টাকা, চতুর্থ স্থানে অ্যাপেক্স ফুটওয়্যারের এনএভি ২৪৯ দশমিক ৮৩ টাকা।
এর পরেই রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্তির পথে থাকা ওয়ালটন হাই-টেকের এনএভি ২৪৩ দশমিক ১৬ টাকা।

এছাড়া এনএভি ২৩০ দশমিক ৯০ টাকা নিয়ে ষষ্ঠ স্থানে রেনেটা, সাত নম্বরে থাকা সোনালী আঁশের এনএভি ২২৫ দশমিক ৯১ টাকা,
আটে ব্রিটিশ আমেরিকান টোবাকোর এনএভি ১৯৮ দশমিক ৮৫ টাকা, নয়ে এসিআই’র এনএভি ১৯৬ দশমিক ৫৯ টাকা ও
দশে রয়েছে ইস্টার্ন ল্যুব্রিকেন্টের এনএভি ১৮২ দশমিক ৭৬ টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.